জুমা'র আলোচনা, রাকা'আত সংখ্যা, নিয়ত, আরবী উচ্চারণ , বাংলা উচ্চারণ, অর্থসহ

জুমা'র আলোচনা, রাকা'আত সংখ্যা, নিয়ত, আরবী উচ্চারণ, বাংলা  উচ্চারণ, অর্থসহ

জুমা'র আলোচনা, রাকা আত সংখ্যা, নিয়ত, আরবী উচ্চারণ, বাংলা  উচ্চারণ, অর্থসহ

জুম’আর দিনের ফযীলত সমূহ ও জুম’আর বিভিন্ন মাসেলার-প্রশ্ন/উত্তর  এর পর থেকে 

জুম যোহরের মধ্যে পার্থক্য


জুম যোহরের মধ্যে পাঁচটি পার্থক্য আছে-যেমন

 ()যোহর সকল বিবেক সম্পন্ন মুমিন নর-নারীর উপর ফরজ, আর জুম সকলের উপর ফরজ নয়।

()যোহর হল মূল সালাত, আর জুম হল যোহরের পরিবর্তে।

()জুমআর কিরাআত প্রকাশ্যে আর যোহরের কিরাআত চুপে চুপে।

()জুমআর ফরজ দুই রাকাআত, আর যোহরের ফরজ চার রাকাআত।

()জুমআয় খুৎবা আছে কিন্তু যোহরে কোন খুৎবা নেই।



জুম নামাজ যার উপর ফরজ

 হুঁশ-জ্ঞান সম্পন্ন স্বাধীন প্রত্যেক বালেগ মুসলমান পুরুষদের উপর জুম ফরজ। বিষয়ে সারকথা হচ্ছে, যার মধ্যে নিম্নে বর্ণিত শর্তগুলো একযোগে পাওয়া যায় তার উপর জুম ফরজ।

 

জুম যার উপর ফরজ সমূহঃ

.মুসলমান হওয়া (কারণ ইসলাম গ্রহন ছাড়া কোন ইবাদতই কবুল হয় না)

.বালেগ হওয়া (তবে নাবালেগ শিশু জুম পড়লে সওয়াব পাবে)

.হুঁশ জ্ঞান থাকা (কারণ বেহুঁশ বা পাগলের কোন ইবাদত নেই)

.পুরুষ হওয়া (মেয়েদের উপর জুম ফরজ নয়, তবে পড়লে আদায় হবে)

.স্বাধীন হওয়া (গোলাম বা ক্রীতদাস হলে জুম ফরয হয় না)

.মুকীম হওয়া (মুসাফির অবস্থায় জুম ফরজ হয় না)

.শরয়ী উযর না থাকা (অসুস্থ, ভয়ভীতি বা নিরাপত্তাহীনতায় না থাকা)

 

যাদের উপর জুম ফরয নয় তারা যদি জুম পড়ে তবে তা আদায় হয়ে যাবে। যেমন শিশু, মহিলা, রোগী বা উযর আছে এমন যে কেউ জুম পড়লে তা আদায় হয়ে যাবে এবং এর সওয়াব পাওয়া যাবে। এক্ষেত্রে তাদের আর যোহর পড়তে হবে না। তবে মেয়েরা ইমাম হতে পারবে না, খুৎবা দিতে পারবে না।

 রাস্তায় কাদা থাকা, পথ পিচ্ছিল হওয়া ইত্যাদি কারণে কেউ জুমআয় যেতে না পারলে এমতবস্থায় তার গুনাহ হবে না। তবে বাসায় যোহর পড়ে নেবে। (বুখারীঃ৯০১, ইঃফাঃ৮৫৫, আধুনিকঃ৮৪৮; মুসলিমঃ৬৯৯)

 যারা লোকালয়ের বাইরে বা সমুদ্রে এতটুকু দূরে কাজ করে যে, সেখান থেকে আযান শুনতে পায় না, তাদের উপর জুম ফরজ নয়, তবে এসে জুমআয় শরীক হতে পারলে সওয়াব পাবে। (ফাতাওয়া ইবনে উসাইমীনঃ১/৩৯৯)

 মুসাফির ব্যক্তি জুমআর খুৎবা দিতে ইমামতি করতে পারবে। (ফাতাওয়া ইবনে উসাইমীনঃ৫/২৩)

 জুম ফরজএমনব্যক্তির জুমআর দিনে সফরে বের হলে, পথিমধ্যে কোথাও জুম পড়তে পারে- এমন নিশ্চয়তা থাকলে একদল আলেমের মতে, দিন সফর করা জায়েয আছে। আর যদি কোথাও জুম না পাওয়ার আশঙ্কা থাকে তবে দিন সফর করা উচিত নয়। তবে জুমআর সালাত শেষ হওয়ার পর সফর করতে কোন নিষেধ নেই।

 

সালামের সঠিক নিয়ম | সালাম এর উত্তর | আসসালামু আলাইকুম এর উত্তর

জুমআর নামাজ ২০ রাকাত

 .দুই-রাকাত তাহিয়্যাতুল অজু।

.দুই-রাকাত দুখুলুল মাসজিদ।

.চার-রাকাত কাবলাল জুমআহ।

.দুই-রাকাত ফরজ জুম'আ।

.চার -রাকাত বা'দাল জুম'আ।

.চার-রাকাত আখেরে জোহর।

.দুই-রাকাত ওয়াত্তে সুন্নত।

 

দুই-রাকাত তাহিয়্যাতুল অজু নিয়ত সমূহঃ

নিয়ত সমূহঃ

আরবি-উচ্চারন

نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ التَّحِيَّةُ الْوُضُوْءِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

 বাংলা-উচ্চারন

নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা-লা রাকাআতাই ছালাতিল তাহিয়্যাতুল অজু সুন্নাতু রাসূলিল্লাহি তায়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

 বাংলা অর্থ

দুই-রাকাত তাহিয়্যাতুল অজু নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার।

দুই-রাকাত দুখুলুল মাসজিদ

নিয়ত সমূহঃ

 আরবি-উচ্চারন

نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ الدُّخُوْلِ الْمَسْجِدِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

 বাংলা-উচ্চারন

নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা-লা রাকাআতাই ছালাতিল দূখূলিল মাসজিদি সুন্নাতু রাসূলিল্লাহি তায়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

 বাংলা অর্থ

দুই-রাকাত দুখুলুল মাসজিদ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

 

চার-রাকাত কাবলাল জুমআহ নিয়ত সমূহঃ

আরবি-উচ্চারন

نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ قَبْلَ الْجُمُعَةِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

 বাংলা-উচ্চারন

নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা-লা আরবা- রাকাআতাই ছালাতিল কাবলাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তায়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

 বাংলা অর্থ

চার-রাকাত কাবলাল জুমআহ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

 

দুই-রাকাত ফরজ জুম' নিয়ত সমূহঃ

আরবি-উচ্চারন

نَوَايْتُ اَنْ اُسْقِطََ عَنْ ذِمَّتِىْ فَرْضُ الظُّهْرِ بِاَدَاءِ رَكْعَتَىْ صَلَوةِ الْجُمُعَةِِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

 বাংলা-উচ্চারন

নাওয়াইতু আন উসকিত্বা ' জিম্মাতী ফারদা-জোহরি বি'আদা-য়ি রাকাআতাই ছালা-তিল জুমু'আতি ফারদুল্লা-হি তায়ালা ইত্তাদাইতু বিহাযাল ইমাম মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

 বাংলা অর্থ

দুই-রাকাত ফরজ জুমআহ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

 

পোস্ট টি পড়তে এখানে ক্লিক করুন! 

চার -রাকাত বা'দাল জুম' নিয়ত সমূহঃ

আরবি-উচ্চারন

نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ بَعْدَ الْجُمُعَةِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

 বাংলা-উচ্চারন

নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা-লা আরবা- রাকাআতাই ছালাতিল বা'দাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তায়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

 বাংলা অর্থ

চার -রাকাত বা'দাল জুমআহ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

 

চার-রাকাত আখেরে জোহর নিয়ত সমূহঃ

আরবি-উচ্চারন

نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ اَخِرِالظُّهْرِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ

 বাংলা-উচ্চারন

নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা-লা আরবা- রাকাআতাই ছালাতিল আখিরিজ জোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তায়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

 বাংলা অর্থ

চার-রাকাত আখেরি যোহরের সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

 

দুই-রাকাত ওয়াত্তে সুন্নত নিয়ত সমূহঃ

আরবি-উচ্চারন

نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ الْوَقْتِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

 বাংলা-উচ্চারন

নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা-লা আরবা- রাকাআতাই ছালাতিল ওয়াত্তে সুন্নাতু রাসূলিল্লাহি তায়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

 বাংলা অর্থ

দুই-রাকাত ওয়াত্তে সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

 

চলবে………………


পরবর্তী পোস্টের জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad