ঢাবিতে ভর্তির জন্য মনোনয়ন প্রকাশ, নির্দেশনা না মানলে আসন বাতিল

ঢাবিতে ভর্তির জন্য মনোনয়ন প্রকাশ, নির্দেশনা না মানলে আসন বাতিল - Publication of nomination for admission in DU


ঢাবিতে ভর্তির জন্য মনোনয়ন প্রকাশ, নির্দেশনা না মানলে আসন বাতিল


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম ধাপের শিক্ষার্থী ভর্তির জন্য বিষয়ের মনোনয়নপত্র প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ধাপে বিষয় মনোনীত করা হবে। সাধারণত, বিজ্ঞান ধারার শিক্ষার্থীদের জন্য ৪/৫ পর্বে এবং অন্যান্য স্ট্রিমের জন্য ২/৩ পর্যায় মনোনয়ন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সব ইউনিটের জন্য বিষয় মনোনয়নের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা লগ ইন করে সাবজেক্ট নমিনেশন মেনুতে ক্লিক করে মনোনীত বিষয় দেখতে পারেন। বিষয় মনোনয়ন বিজ্ঞপ্তি দেখতে নোটিশ বিভাগের অধীনে সাধারণ মেনুতে ক্লিক করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে লগইন করে (https://admission.eis.du.ac.bd) তার মনোনীত বিষয় দেখতে পাবে। প্রথম বিষয় মনোনয়নে কোন ধরণের কোটা বিবেচনা করা হয়নি। যে কোন একটি ধাপে একজন বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় মনোনয়নে/ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে  দু'টি কাজ অবশ্যই করতে হবে-


ক. মনোনীত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি এর একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রশিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, এ অগ্রিম টাকা ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে।

অ. চূড়ান্তভাবে শিক্ষার্থীর বিষয় মনোনীত হলে (পছন্দক্রমের ১ম বিষয় পেলে অথবা অটোমাইগ্রেশন বন্ধ করা হলে) ৫০০ টাকা

আ. পছন্দক্রমের অনুযায়ী পরবর্তী মনোনয়নে মাইগ্রেশন এর মাধ্যমে অন্য বিষয়ের জন্য অপেক্ষমাণ থাকতে ১০০ টাকা

খ) আগাম পরিশোধের রসিদ ও উচ্চমাধ্যমিক/সমমান এবং মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল গ্রেডশিট/মার্কশিটসহ সংশ্লিষ্ট ইউনিটের নোটিশে উল্লিখিত নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে সেগুলো জমা দিতে হবে।


প্রথম ধাপে বিষয় মনোনয়নপ্রাপ্তদের আগামী ২১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে আগাম টাকা জমা দিতে হবে। এ দু’টি কাজের যে কোনটি সম্পন্ন না করা হলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহী নয় বলে গণ্য হবে এবং তার মনোনীত বিষয় প্রত্যাহার করে বিষয়ের আসনটি অন্য শিক্ষার্থীকে পরবর্তী মনোনয়নে বরাদ্দ করা হবে। পরবর্তী কোন ধাপের বিষয় মনোনয়নে সে আর বিবেচিত হবে না।

সাক্ষাত্কারের নির্ধারিত তারিখ পর্যন্ত যে সকল প্রার্থীরা কোন মনোনীত বিষয় পাবেন না তাদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ইউনিটে মূল নথিসহ নথি জমা দিতে হবে। পরে মনোনয়ন পেলে তারা অনলাইনে টাকা জমা দেবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad