বাংলা ২য় পত্র অনুচ্ছেদ : আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

বাংলা ২য় পত্র অনুচ্ছেদ : আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

বাংলা ২য় পত্র অনুচ্ছেদ : আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ - my witnessed road accident paragraph


আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

প্রিয় শিক্ষাথী বন্ধুরা আমরা জানি তোমরা এই অনুচ্ছেদের জন্য অপেক্ষায় ছিলা । অপেক্ষার প্রহর শেষ আজকেই তোমরা পাচ্ছ তোমাদের প্রিয় অনুচ্ছেদ । তোমরা নিজে নিজে লিখার চেষ্টা করবে । শুধু মুখস্থ করে সব করার চেষ্টা না করে নিজে নিজে নিজের চিন্তা ভাবনা তুলে ধরবে । আজকে তোমাদের জন্য নিয়ে এলাম " আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ " ।

Road Accident Photos
Photo by Mikhail Nilov from Pexels


আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

প্রতিদিনের মত গত সোমবার আমি স্কুলে যাওয়ার জন্য রওয়ানা হলাম । আমার স্কুল আমার বাড়ি থেকে ২-৩ মিনিটের দূরত্ব । তাই আমি স্কুলে পায়ে হেটে যাই । স্কুলে যেতে আমাকে হাইওয়ে রোড দিয়ে যেতে হয় । ওই দিন স্কুলে যাওয়ার সময় আমি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দেখেছিলাম যা আমি ভুলতে পারছি না । স্কুলের গেইটের কিছু আগে যে মোড়টা রয়েছে ওই মোড়ে একটি মোটর সাইকেল বেপরোয়া ভাবে চালিয়ে আসছিল তার অপজিটে একটি ট্রাক মোড় ঘুরোতেই ওই মোটর সাইকেল চালক ভয়ানক এক দুর্ঘটনার স্বীকার হয় । মোটর সাইকেল চাকল ঘটনাস্থলেই মারা যায় । আমি এই ঘটনা দেখে স্কুলে ক্লাসও ঠিক মতো করতে পারি নাই ।  লোকজন ছুটোছুটি করে ট্রাকটিকে থামায় তবে দোষটি ছিল মোটর সাইকেল চালকের । এর কিছুক্ষন পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে । এই ঘটনা আমাকে এখনও নাড়া দেয় । এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন একটা ঘটনা । আমাদের দেশে এই ট্রাফিক সমস্যা সমাধানে সবাইকে সচেতন হতে হবে । মোটর সাইকেল চালকের উচিত হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক আইন মেনে চলা তাহলে এই ধরণের সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি লাভ করা সম্ভব ।

আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ - my witnessed road accident paragraph

Last Monday I left for school as usual. My school is 2-3 minutes away from my house. So I walk to school. I have to go through the highway to go to school. While going to school that day I saw a tragic road accident which I cannot forget. A motorcycle driver was driving recklessly at the intersection before the school gate when a truck turned opposite to him, the motorcycle driver met with a terrible accident. The motorcycle rider died on the spot. Seeing this incident, I could not do the class at school properly. People rushed to stop the truck but the motorcyclist was at fault. After some time the police came and controlled the situation. This incident still shakes me. It was the most difficult event of my life. Everyone should be aware to solve this traffic problem in our country. Motorcyclists should use helmets and follow traffic laws to avoid these types of road accidents.


আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ - my witnessed road accident paragraph



আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ

গত রবিবার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়েছি যেটা আমাদের স্কুলের কাছে ঘটেছে। একটা টার্নিং পয়েন্ট ছিল। এটি ছিল একটি পাঁচমুখী সংযোগস্থল। প্রায়ই যানজট হয়। সেদিন স্কুলে যাওয়ার সময় দেখি পশ্চিম দিক থেকে একটা গাড়ি আসছে, সাড়ে আটটার দিকে একজন স্কুলছাত্র তার মায়ের সাথে উল্টো দিক থেকে একটা রিকশায় করে আসছে। মোড় পার হওয়ার সময় গাড়িটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাচালক সিট থেকে লাফ দিলেও স্কুলছাত্র ও তার মা রাস্তায় পড়ে যান। এতে স্কুল ছাত্র ও তার মা গুরুতর আহত হয়। আমি দৌড়ে গেলাম তাদের দিকে। তাদের সাহায্যে এগিয়ে আসেন আরও কয়েকজন পথচারী। আমরা তাদের নিকটস্থ ডাক্তারের চেম্বারে নিয়ে যাই । মূলত ওই মোড়ে ট্রাফিক পুলিশ না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা বন্ধে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।


I saw the road accident paragraph

Last Sunday witnessed a tragic road accident that happened near our school. There was a turning point. It was a five-way junction. There are frequent traffic jams. While going to school that day, I saw a car coming from the west, around 8:30 a schoolboy was coming with his mother in a rickshaw from the opposite direction. The car hit the rickshaw while crossing the intersection. The rickshaw puller jumped from the seat but the schoolboy and his mother fell on the road. The school student and his mother were seriously injured. I ran towards them. Some other pedestrians came to their aid. We take them to the nearest doctor's chamber. Basically, because there is no traffic police at that intersection, such accidents often happen. Authorities should take appropriate measures to stop road accidents.


  • রচনা : সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার [16 Points]
  • অনুচ্ছেদ : সড়ক দুর্ঘটনা
  • প্রতিবেদন : সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে
  • প্রতিবেদন : সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ ও প্রতিকার
  • Essay : Traffic Jam
  • Paragraph : A Street Accident
  • Paragraph : Road Accident
  • Report on road accident
  • Essay : Road Accident : Causes and Remedies
  • Composition : A Street Accident
  • ‘নিরাপদ সড়ক চাই’ বিষয়ে দুই বন্ধুর সংলাপ

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad