Write a letter describing your country to your pen-friend.

Write a letter describing your country to your pen-friend.

 

Write a letter describing your country to your pen-friend.


তোমাদের English Writing Part এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো Letter Writing. তোমরা অনেকে আমাদের ফেইসবুকে মেসেজ করেছ Letter writing and Email Writing এর বিষয়ে । তোমরা জানতে চেয়েছ আমরা কেন এই গুলো আপডেট করছি না । আমাদের ওয়েবসাইটে মাসিক ৬০০০০ হাজারের চেয়ে বেশি ভিজিটর এর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী যারা আমাদের সাইটে আসে তাদের শিক্ষার উপকরণ গুলো পেতে আমাদের ১৫ জনেরও বেশি টিম কাজ করছে তোমাদের চাহিদা পূরণের জন্য । ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব তোমাদেরকে চাহিদা মোতাবেক সার্ভিস দেওয়ার জন্য কোন বিনিময় ছাড়া ।


April 14, 2023

City Gate

Akbarshah, Chattogram

Dear X,

Thank you for your letter. You asked me about my country. Now let's say - the name of our country is Bangladesh. We are living in Bangladesh. It became independent in 1971. The capital is Dhaka. Bangladesh is a small country. Its land area is 1,47,570 square kilometres.

But its population is very high. About 140 million people live here. Bangladesh is primarily an agricultural country. Its main crops are paddy, jute, sugarcane and tea. Many types of fruits are also grown here. Jack-fruit, mango, banana pine-apple guava and watermelon are the most common.

There are many big rivers in our country. Padma, Meghna, Yamuna and Karnaphuli. We have many interesting places. Many people visit these places every year. Actually, I am proud to have a beautiful country like Bangladesh.

No more today. With best wishes and love.


Yours ever

Y

আপনার চিঠির জন্য আপনাকে ধন্যবাদ. আপনি আমাকে আমার দেশ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এবার বলি- আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা বাংলাদেশে বসবাস করছি। এটি 1971 সালে স্বাধীন হয়। রাজধানী ঢাকা। বাংলাদেশ একটি ছোট দেশ। এর ভূমির আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।

তবে এর জনসংখ্যা অনেক বেশি। এখানে প্রায় 140 মিলিয়ন মানুষ বাস করে। বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। এর প্রধান ফসল ধান, পাট, আখ এবং চা। এখানে অনেক ধরনের ফলও জন্মে। জ্যাক-ফল, আম, কলা পাইন-আপেল পেয়ারা এবং তরমুজ সবচেয়ে বেশি দেখা যায়।

আমাদের দেশে অনেক বড় নদী আছে। পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী। আমাদের অনেক আকর্ষণীয় জায়গা আছে। প্রতি বছর অনেক মানুষ এই জায়গাগুলিতে যান। আসলে বাংলাদেশের মত সুন্দর দেশ পেয়ে আমি গর্বিত।

আজ আর নয়। শুভেচ্ছা ও ভালোবাসা নিও।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad