মসজিদে প্রবেশের দুআ ও সুন্নাহসমূহ Islamic dua

 মসজিদে প্রবেশের দুআ ও সুন্নাহসমূহ

মসজিদে প্রবেশের দুআ ও সুন্নাহসমূহ Islamic dua


মসজিদে প্রবেশের সময় সুন্নাহসমূহ:

১. বিসমিল্লাহ ও দরুদ শরীফ পড়া। দুটি একত্রে এভাবে পড়া যায় :

بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللّٰهِ

অর্থ: আমি আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি) এবং সালাত ও সালাম আল্লাহ্‌র রাসূলের উপর। [১] (এক হাদীসে মসজিদে প্রবেশের সময় শয়তান থেকে আশ্রয় চাওয়ার কথাও আছে। হাদীসে বর্ণিত দোয়াটি এমন-

أَعُوْذُ بِاللّٰهِ العَظِيْمِ، وَبِوَجْهِهِ الْكَرِيْمِ، وَسُلْطَانِهِ الْقَدِيْمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

অর্থ: আমি মহান আল্লাহ্‌র কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। [২]

এই দোয়াটি পড়তে চাইলে এটি পড়ে বিসমিল্লাহ ও পরে দুরুদ শরীফ পড়ুন।

২. মসজিদে প্রবেশের দুআ পড়া।

اللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। [৩]

৩. ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। [৪]

রেফারেন্স:
[১] ইবনুসসুন্নী, নং ৮, আবূ দাউদ, নং ৪৬৫।
[২] আবূ দাউদ, নং ৪৬৬।
[৩] মুসলিম ১/৪৯৪, নং ৭১৩; আর সুনানু ইবন মাজায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাদীসে এসেছে,
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وافْتَحْ لِيْ أبْوَابَ رَحْمَتِكَ
“হে আল্লাহ, আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দুয়ারগুলো খুলে দিন”। 
দেখুন, ইবন মাজাহ, নং ৭৭১।
[৪] হাকিম ১/২১৮;  বাইহাকী, ২/৪৪২।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad