গরুর মাংসের টিকিয়া কাবাব রেসিপি | Beef Tikia Recipe । Beef Tikka Kabab Recipe

গরুর মাংসের টিকিয়া কাবাব রেসিপি | Beef Tikia Recipe । Beef Tikka Kabab Recipe


গরুর মাংসের টিকিয়া কাবাব রেসিপি | Beef Tikia Recipe । Beef Tikka Kabab Recipe.


আজকের পোস্টে আমরা জানব গরুর মাংসের টিকিয়া কাবাব বা টিক্কা কাবাব রেসিপি সম্পর্কে তো চলুন পোস্টে চলে যাই । আশা করব আপনারা পোস্টটি ফলো করবেন । আপনারা যারা ঘরে বসে রেস্তোরাঁর স্বাদে গরুর মাংসের টিক্কা বা টিকিয়া কাবাব খেতে চাই তারা এই প্রবন্ধটি ফলো করতে পারেন । আপনাদের জনার সুবিধার্থে ভিডিওসহ দেওয়া হল । 


যা যা প্রয়োজনঃ

  • গরুর মাংস ১ কেজি ( হাড় এবং চর্বি ছাড়া )
  • পেঁয়াজ ১ কাপ কুচি করা
  • আদাবাটা ২ টেবিল চামচ
  • রসুনবাটা ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া সামান্য
  • কাঁচা মরিচ সাজাবার জন্য ৫ থেকে ৬ টি
  • মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • টক দই ১ কাপ
  • চিনি সামান্য
  • পোস্তদানা বাটা ২ টেবিল চামচ
  • দারচিনি ২ টুকরা
  • এলাচ ৬টি
  • ঘি আধা কাপ
  • টমেটো কেচাপ ৩ টেবিল চামচ
  • জায়ফল এবং জয়ত্রী বাটা ১ চা চামচ
  • ভিনেগার ১ চাচামচ
  • লবণ সাদমত

যেভাবে তৈরি করবেনঃ

-প্রথমে মাংস ভালো ভাবে ধুয়ে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে নিতে হবে।

-পেঁয়াজ , ঘি এবং কাঁচা মরিচ বাদে সব কিছু মাংসের সাথে মিশিয়ে ৩ ঘন্টা রেখে দিতে হবে। এর পর একটা একটা করে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে ভালো ভাবে।

-মাংসগুলো কাঁচা শেষ হলে আবার একই পাত্রে ৩ ঘন্টা রেখে দিতে হবে।

-এর পর একটা প্যানে কিছুটা পানি দিয়ে মাংস রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে প্রায় গলে যায় এমন ভাবে।

-অন্য একটা প্যানে ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে। বেরেস্তার আগের অবস্থায় আসলে মাংস দিয়ে দিতে হবে।

-এর পর এমন ভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবং বাদামী কালার আসে। ঘি মাংসের উপরে আসলে কাঁচামরিচ দিয়ে দিতে হবে।

-এর পর নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

-গরুর টিক্কা পুরান ঢাকার খাবার। বিরিয়ানি ,পোলাও অথবা রুটির সাথে খুব মজা লাগে। মাংসের ভিতরে এমন ভাবে মসলা ঢুকে যায় যে প্রতি কামড়টাই হবে বেহেশতি।




একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad