বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে একাধিক পদে চাকরি



বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে/জিইপি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবে।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং(আইপিই) পাস। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ/শ্রেণি বা জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০ থাকতে হবে। বেতন স্কেল: ২৮,১৬০-৬৭,৯১০ টাকা

পদের নাম: ক্রয় কর্মকর্তা। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর/এমবিএ পাস। শিক্ষাজীবনে দুটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ/শ্রেণি বা জিপিএ ৫-এর স্কেল ৩.৫ অথবা জিপিএ-৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ২৪,৪৮০-৪৯,৪৪০ টাকা 

পদের নাম: উপসহকারী প্রকৌশলী। পদসংখ্যা: ১। যোগ্যতা: কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) পাস। এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০ থাকতে হবে। বেতন স্কেল: ২৪,৪৮০-৪৯,৪৪০ টাকা

পদের নাম: মার্কেটিং সহকারী। পদসংখ্যা: ১। যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক পাস। শিক্ষাজীবনে দুটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ/শ্রেণি বা জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ অথবা জিপিএ ৪-এর স্কেলে ৩.০ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা 

পদের নাম: মেশিন অপারেটর। পদসংখ্যা: ৩। যোগ্যতা: এসএসসি ভোকেশনালসহ (জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল মেকানিকস/মেশিন টুলস অপারেশন/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি) এইচএসসি বা সমমান পাস। এই প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ বিভাগ এবং মান নিয়ন্ত্রণ শাখায় যে অস্থায়ী কর্মীরা দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সরকারি/বেসরকারি কেব্‌ল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে কর্মীরদের উৎপাদনকাজে দুই বছরের অভিজ্ঞতা আছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। সব পরীক্ষায় জিপিএ ৫-এর স্কেল ৩.০ থাকতে হবে। বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা 

পদের নাম: গাড়িচালক। পদসংখ্যা: ১। যোগ্যতা: এসএসসি পাস। প্রার্থীকে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং লিফটার চালনায় দক্ষ হতে হবে। বেতন স্কেল: ১১,৪৪০-২৭,৬৯০ টাকা 

পদের নাম: সাহায্যকারী। পদসংখ্যা: ৫। যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল মেকানিকস/মেশিন টুলস অপারেশন/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি) পাস। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫-এর স্কেলে ৩.০ থাকতে হবে। এ প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ বিভাগ এবং মান নিয়ন্ত্রণ শাখায় যে অস্থায়ী কর্মীরা দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সরকারি/বেসরকারি কেব্‌ল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে কর্মীদের উৎপাদনকাজে দুই বছরের অভিজ্ঞতা আছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ১০,৭৩০-২৫,৯৭০ টাকা 

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ থেকে ৭ নম্বর পদের জন্য এই প্রতিষ্ঠানে নিয়োজিত স্থায়ী/অস্থায়ী (আউটসোর্সিং কর্মীসহ) কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, পোস্ট: সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬- এই ঠিকানায়। 

আবেদন ফি : ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের (অফেরতযোগ্য) মূল কপি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনার অনুকূলে সোনালী ব্যাংক, ক্যাবল শিল্প শাখা, খুলনার ওপর দাখিল করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরো জানতে ক্লিক করুন এখানে

আবেদনে শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad