Imperative sentence (অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য)

 Imperative sentence (অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য)

যে sentence দ্বারা কোন আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে Imperative Sentence বলে।

Imperative sentence এ Second person উহ্য থাকে।


কিছু Imperative Sentence


১. কথা বলার দক্ষতা কে উন্নত করার চেষ্টা কর Try to improve your speaking skills. (ট্রাই টু ইমপ্র“ভ ইওর স্পিকিং স্কিলস)


২. মরিচ গুলো রোদে দাও। Put the chillies in the sun. (পুট দা চিলিজ ইন দা সান)


৩. ছবি টি রং কর। Paint the picture.(পেইন্ট দা পিকচার)


৪. আমার মাথা হালকা করে টিপে দাও। Massage my head gently.(ম্যাসেজ মাই হেড জেন্টলি)


৫. তাকে দেখামাত্র সংবাদটি দিবে। As soon as you see him, convery the news to him. (অ্যাজ সুন অ্যাজ ইউ সি হিম, কনভেই দা নিউজ টু হিম)


৬. বাসায় পৌঁছামাত্র আমাকে ফোন করবে। Phone me as soon as you reach home. (ফোন মি অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ হোম)


৭. বুদ্ধি খাটাও। Use your intelligence. (ইউজ ইওর ইন্টেলিজেনস)


৮. টুকরাটার উপর মাখন মাখাও। Butter the slice. (বাটার দা স্লাইস)


৯. সোমবারের মধ্যে ফিরে আসবে। Do return by Monday.(ডু রিটার্ন বাই মান্ডে)


১০. নিজের কাজ কর। Mind your own business. (মাইন্ড ইওর ওন বিজনেস)


১১. আরাম করে বস। Be seated at ease.(বি সিটেট অ্যাট ইজ)


১২. কম খাও বেশী চিবাও। Eat less munch well. (ইট লেস মাঞ্চ ওয়েল)


১৩. বাসি খাবার খেও না। Don’t eat stale food. (ডোন্ট ইট স্টেল ফুড)


১৪. এই কু-অভ্যাস ত্যাগ কর। Give up this bad habit. (গিভ আপ দিস ব্যাড হ্যাভিট)


১৫. মুখ সামলায় কথা বল। Hold your tongue. (হোল্ড ইওর টান্গ)


১৬. ভেবে চিন্তে বল। Think before you speak.(থিঙ্ক বিফোর ইউ স্পিক)


১৭. গ্লাসে আর একটু পানি দাও। Pour some more water in to the glass. (পোর সাম মোর ওয়াটার ইন টু দা গ্লাস)


১৮. ভালো শ্রোতা হও। Be a good listener. (বি আ গুড লিসেনার)


১৯. মিথ্যা কথা বন্ধ কর। Stop telling lies. (স্টপ টেলিং লাইস)


২০. তোমার মুখে ফুল চন্দন পড়ুক। Blessed be your tongue.( ব্লেস্ড বি ইয়র টাং)


২১. ঘুষ খাওয়া বন্ধ কর। Stop taking bribe. (স্টপ টেকিং ব্রাইব)


২২. দশ টাকার নোট খানা ভাঙাও। Cash this ten-taka note. (ক্যাশ দিস টেন টাকা নোট)


২৩. ও কথা রেখে দাও। Let that matter drop. (লেট দ্যাট ম্যাটার ড্রপ)


২৪. সে একটা বোতাম লাগিয়ে নিক। Let her sew up a button. (লেট হার সিউ আপ এ বাটন)


২৫. আমার সাথে সাথে চলো। Keep pace with me. (কিপ পেইস উইথ মি)


২৬. সব ব্যবস্থা করে রেখ। Keep everything ready. (কিপ এভ্রিথিং রেডি)


২৭. যাবে যদি তৈরী হয়ে নাও। Get ready if you want to go. (গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু গো)


২৮. অহংকারী হবে না। Don’t get egoist. (ডোন্ট গেট এগোইস্ট)


২৯. কুতর্ক কোরো না। Don’t argue unnecessarily. (ডোন্ট আর্গু আননেসেসারিলি)


৩০. অত্যাধিক গ্রাম্য ভাষার ব্যরহার কোর না।Avoid too much slang. (অ্যাভোয়েড টু মাচ স্ল্যাং)


৩১. রং চড়িয়ে কথাবার্তা বলার অভ্যাস পরিত্যাগ কর। Avoid exaggeration. (অ্যাভোয়েড এক্স্যাজেরেশন)


৩২. বিড় বিড় করে কথা বল না। Don’t mumble. (ডোন্ট মাম্বল)


৩৩. প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হও। Be cheerful and good humored.(বি চিয়ারফুল এ্যান্ড গুড হিউর্মাড)


৩৪. নিষ্ঠাহীন হবে না। Don’t be insincere. (ডোন্ট রি ইনসিনসিয়ার)


৩৫. সব সময় মনে রাখবে ভাল কাজ করার কথা। Always remember to do good deeds. (অলওয়েজ রিমেমবার টু ডু গুড ডিডস)


৩৬. পায়ে পায়ে সবার ভুল ধরার অভ্যাস ত্যাগ কর। Avoid finding faults in others in every step. (অ্যাভোয়েড ফাইন্ডিং ফল্টস ইন আদারস ইন এভ্রি স্টেপ)


৩৭. জ্ঞান পিপাসু হতে শিখ। Learn to be a lover of knowledge. (লার্ন টু বি এ লাভার অফ নলেজ)


৩৮. অবাধ্য হয়ো না। Don’t be impudent. (ডোন্ট বি ইমপুডেন্ট)


৩৯. চল খেলতে যাই। Let’s go to play. (লেটস গো টু প্লেই)


৪০. কাজটা তাড়াতাড়ি শেষ কর। Do the work quickly. (ডু দা ওয়ার্ক কুইকলি)

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad