অনলাইনে জমির খতিয়ান যাচাই করবেন যেভাবে (BD Land Survey Updated 2023)

অনলাইনে জমির খতিয়ান যাচাই করবেন যেভাবে (BD Land Survey Updated 2023)

অনলাইনে জমির খতিয়ান যাচাই করবেন যেভাবে (BD Land Survey Updated 2023)

জমি জমা সংক্রান্ত সমস্যা এটা আমাদের দেশের জন্য নতুন কিছুই না । প্রতিনিয়ত সরকার ভূমি সংক্রান্ত সবকিছু আপডেটের মাধ্যমে একটি নির্দিষ্ট প্লাটফরমে নিয়ে আসছে ।  বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যায়। নীচের লিঙ্কে ক্লিক করে এবং প্রয়োজনীয় বিকল্পগুলি পূরণ করে অনুসন্ধান করে আপনার খতিয়া যাচাই করুন। অনুগ্রহ করে অনুসন্ধান করার আগে নীচের লিখিত অনুসন্ধান পদ্ধতি পড়ুন।

এখানে ক্লিক করে খতিয়ান যাচাই করুন।

খতিয়ান যাচাইয়ের ওয়েবসাইটের ছবি


খতিয়ান যাচাই করার পদ্ধতি পদ্ধতিঃ

  • প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন। 
  • এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন। 
  • উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন। 
  • এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন।

আপনি চাইলে মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেনঃ

খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে, দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে, জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে সার্চ করে।

এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে, বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন।

এরপর নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। সর্বশেষ ‘খুজুন’ অপশনে ক্লিক করুন।

এভাবে আপনি আপনার পছন্দের খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad