বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে থেকে শুরু করার সুপারিশ

বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে থেকে শুরু করার সুপারিশ BUET admission test is recommended to start from May 20

 

বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে থেকে শুরু করার সুপারিশ


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কমিটি ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রাক-বাছাই পর্ব ২০ মে অনুষ্ঠিত হওয়ার সুপারিশ করেছে। এতে ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। প্রাক-নির্বাচন পর্বে উত্তীর্ণ ৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে, আগামী ১০ জুন চূড়ান্ত পর্বের পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে ভর্তি কমিটি।

গত বুধবার বুয়েটের ভর্তি কমিটির সভায় এসব সুপারিশ করা হয়৷ তবে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায়৷ শিগগিরই সেই সভা অনুষ্ঠিত হবে ।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামী ২০ মে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব আর ১০ জুন পরীক্ষার চূড়ান্ত পর্ব আয়োজনের সুপারিশ করেছে ভর্তি কমিটি৷ শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা হবে৷ সেখানে তারিখ চূড়ান্ত হওয়ার পর ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে ।

মিজানুর রহমান জানান, ১৮ হাজার শিক্ষার্থী এবার বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্বে অংশ নিতে পারবেন৷ এতে উত্তীর্ণ হওয়া ৬ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন ।

সুত্র : প্রথম আলো

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad