স্বপ্নের ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল

স্বপ্নের ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল DU admission test


ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্রে আরও জানা গেছে, আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর একটা সুপারিশ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে। 

ট্রান্সজেন্ডার-হিজরাদের বিশেষাধিকারের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার বা হিজড়াদের বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল বলেন, বৈঠকে ট্রান্সজেন্ডার বা হিজড়াদের বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা কীভাবে উপকৃত হবে সে বিষয়ে বিস্তারিত পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাধারণ ভর্তি কমিটির সভায় ট্রান্সজেন্ডার বা হিজড়াদের অগ্রাধিকারমূলক আচরণ দেওয়ার সুপারিশ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপাচার্য এএসএম মাকসুদ কামাল, উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, হলের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সুত্র- দি ডেইলি ক্যাম্পাস


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored