My Favourite TV Programme Paragraph for Class 5,6,7,8,9,10,11,12

My Favourite TV Programme Paragraph for Class 5,6,7,8,9,10,11,12

 

My Favourite TV Programme Paragraph 

for Class 5,6,7,8,9,10,11,12 (All Classes)


Television viewing is one of the most popular and common sources of entertainment. I watch TV shows regularly. There are many enjoyable TV shows. Among them, I like Ittadi the most. But this is a quarterly program. So, I have to wait at least three months to enjoy this package program. BTV telecasts this program every three months. It is a magazine program hosted and presented by Hanif Sanket, one of the most reputed and popular show hosts in the country. In fact, it is the most popular show on BTV and is also called BTV's presents. As a magazine program, various items are arranged and many performers act on these items. Among the items, foreign movies dubbed in Bengali reports on things or beautiful places, grandmother-granddaughter skits and uncle-nephew skits are some of my favourites. The main significance of the show is that it tries to highlight the various faults and anomalies of society through comedy. Besides, the presentation of presenter Hanif Sanket is a tempting topic. He brought the show to life. So, I can't think of it without her presence. I enjoy my free time my family members enjoy this Bangladesh show whenever it airs.

টেলিভিশনে দেখা বিনোদনের একটি অন্যতম জনপ্রিয় এবং সাধারণ উৎস। আমি নিয়মিত টিভি অনুষ্ঠান দেখি। অনেক উপভোগ্য টিভি শো আছে। তাদের মধ্যে আমি ইত্তাদিকে সবচেয়ে বেশি পছন্দ করি। তবে এটি একটি ত্রৈমাসিক কর্মসূচি। সুতরাং, এই প্যাকেজ প্রোগ্রামটি উপভোগ করতে আমাকে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে। বিটিভি এই অনুষ্ঠানটি প্রতি তিন মাস পরপর প্রচার করে। এটি একটি ম্যাগাজিন অনুষ্ঠান হোস্ট এবং উপস্থাপিত হানিফ সংকেত, দেশের সবচেয়ে স্বনামধন্য এবং জনপ্রিয় শো হোস্ট। প্রকৃতপক্ষে, এটি বিটিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান এবং এটিকে বিটিভির প্রভান্তও বলা হয়। একটি ম্যাগাজিন প্রোগ্রাম হিসাবে, বিভিন্ন আইটেম সাজানো হয় এবং অনেক অভিনয়শিল্পী এই আইটেমগুলিতে অভিনয় করে। আইটেমগুলির মধ্যে, বাংলায় ডাব করা বিদেশী সিনেমা, জিনিস বা সুন্দর জায়গার প্রতিবেদন, দাদী-নাতনির স্কিট এবং চাচা-ভাতিজার স্কিট আমার পছন্দের কিছু। অনুষ্ঠানটির মূল তাৎপর্য হল এটি কমেডির মাধ্যমে সমাজের বিভিন্ন দোষ-ত্রুটি ও অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করে। এছাড়া উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনা একটি লোভনীয় বিষয়। তিনি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন। তাই, আমি তার উপস্থিতি ছাড়া এটি ভাবতে পারি না। আমি আমার অবসর সময় উপভোগ করি আমার পরিবারের সদস্যরা যখনই এটি সম্প্রচারিত হয় তখনই এই বাংলাদেশ অনুষ্ঠানটি উপভোগ করি।

My Favourite TV Programme Paragraph or Composition for SSC/HSC


Watching TV has now become a major means of entertainment for everyone. We don't have any room without a TV. From the common middle class to many lower-class people have TVs in their homes. It is a matter of human enjoyment. If there is any TV show that is my favourite then I would say in one word the names of Dirilis Artugurul, Kuruluş Osman and Sultan Abdul Hamid. These series have many episodes, but if one watches one episode carefully, I hope he can't stop watching the next episode.

The reason why these series are so much my favourite is that the moral education of people is given in these series. The early history of Muslims is known from these series. If non-Muslims watch these series, they will understand how Muslims or Muslim rulers of the previous era were and how their rule was. These series of Turks still remind us of what humanity is. We usually spend our time in entertainment.

There are very few people in the world who do not enjoy entertainment by watching TV. People watch entertainment only to enjoy fun and many people watch entertainment and rush towards moral degradation. Today the whole world is sick because we are far away from morality, we are all stuck in immoral thoughts. We have to get rid of it. We need to move towards healthy entertainment. If we look at the series I mentioned above to change our lives, we will take a step forward in healing this sick world. I am not saying against any movie, I am saying that we need entertainment through which we can change our society. Those who are in my society should be treated as our brothers, neighbours and relatives, regardless of their religion. They also have to get their due rights. They should be given religious freedom and they should also be treated with respect. Every religion teaches us this language.

So we should not take the entertainment towards moral degradation but practice the right entertainment. If society can be changed, the state can be changed one day. I have tried to make many changes in my life by watching these shows.

আমার প্রিয় টিভি প্রোগ্রাম


টিভি দেখা এখন সবার বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে দাড়িয়েছে । আমাদের এমন কোন ঘর নেই যেখানে টিভি নেই । একজন সাধারণ মধ্য বিত্ত থেকে শুরু করে অনেক নিম্নবিত্ত মানুষের বাসায়ও টিভি রয়েছে । এটা মানুষের উপভোগের একটা বিষয় । আমার প্রিয় যদি কোন টিভি শো থাকে তাহলে আমি এক কথায় বলব বর্তমানে সারা জাগানো দিরিলিস আর্তুগ্রুল , কুরুলুস ওসমান এবং সুলতান আব্দুল হামিদ এর নাম। এই সিরিজ গুলোর পর্ব অনেক বেশি বটে, তবে কেউ যদি একটি পর্ব মনোযোগ সহকারে দেখে, আশা করব সে আর পরের পর্ব না দেখে থাকতে পারবে না ।

এবার আসি এই সিরিজ গুলো আমার এতো বেশি ফেবারিট কেন তার কারণ হচ্ছে এই সিরিজ গুলোতে মানুষের নৈতিক শিক্ষার তালিম দেওয়া হয় । এই সিরিজ গুলো থেকে মুসলমানদের আদি ইতিহাস জানা যায় । কোন অমুসলিম এই সিরিজ গুলো দেখলে তারা বুঝতে পারবে আগের যুগের মুসলমানরা বা মুসলিম শাসকরা কেমন ছিল এবং তাদের শাসনভার কেমন ছিল। তুর্কিদের এই সিরিজ গুলো আজও আমাদের স্মরণ করিয়ে দেয় মানবতা কাকে বলে । আমরা সাধারণত আমাদের সময় বিনোদনের জন্য ব্যয় করি ।  

টিভি দেখে বিনোদনের মজা উপভোগ করে না এমন মানুষ খুবই কম আছে পৃথিবীতে । মানুষ বিনোদন দেখে শুধুমাত্র মজা উপভোগ করার জন্য আবার অনেকে বিনোদন দেখে  নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হয় । আজ পুরো পৃথিবী অসুস্থ, কারণ আমরা নৈতিকতা থেকে অনেক দূরে , আমরা সবাই অনৈতিক চিন্তায় পরে আছি । এর থেকে আমাদের পরিত্রান পেতে হবে । আমাদেরকে সুস্থ বিনোদনের দিকে অগ্রসর হতে হবে । উপরে আমি যে সিরিজ গুলোর কথা উল্লেখ করলাম তা যদি আমরা আমাদের জীবনের পরিবর্তনের জন্য দেখি তাহলে আমরা এই অসুস্থ পৃথিবীকে সুস্থ করার কাজে আমরা এক ধাপ এগিয়ে যাব । আমি কোন মুভির বিরুদ্ধে বলছি না , আমি এটাই বলছি আমাদের এমন বিনোদন দরকার যার মাধ্যমে আমরা আমাদের সমাজের পরিবর্তন সাধন করতে পারব । আমার সমাজে যারা আছে সে যেই ধর্মেরই হোক না কেন সে আমাদের ভাই , প্রতিবেশি, আত্মীয় হিসেব দেখতে হবে । তাদেরও যথাযথ হক আদায় করতে হবে । তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিতে হবে এবং তাদের সাথেও সদাআচরন করতে হবে । প্রতিটা ধর্মই আমাদের এই ভাষাই শেখায় । 

তাই আমাদের উচিত আমরা বিনোদনটাকে নৈতিক অবক্ষয়ের দিকে না নিয়ে , সঠিক বিনোদন চর্চা করি । সমাজ পরিবর্তনে নেমে পরি, সমাজকে পরিবর্তন করতে পারলে একদিন রাষ্ট্রকে পরিবর্তন করা যাবে ।  আমি এই অনুষ্ঠান গুলো দেখে আমার জীবনে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি ।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad