Bangabandhu Sheikh Mujibur Rahman | Rearrange for JSC/SSC/HSC 2023

Bangabandhu Sheikh Mujibur Rahman  | Rearrange for JSC/SSC/HSC 2023

 

Bangabandhu Sheikh Mujibur Rahman rearrange for HSC/SSC/JSC

Rearrange is a very important part for 5th to 12th class students. If we are a little focused on this part of 10 marks then we can easily get 10 marks. This is a very important part of the competitive exam that we will have.

Those who are HSC and SSC candidates for 2023, you will see this part very seriously. We have kept this part with you in mind. Gradually you will get a lot of information. We have provided you with the translation so that it is easy for you to read.

So I hope you don't forget to share with your friends. For any problem, you can message us on Facebook or YouTube or Google.


1. Rearrange the following sentences to make a coherent order.

(i) Yahya Khan declared martial law, banned Awami League and ordered the arrest of Sheikh Mujib. 

(ইয়াহিয়া খান সামরিক আইন জারি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং শেখ মুজিবকে গ্রেফতারের নির্দেশ দেন।)

(ii) The West Pakistan rulers, however, were completely against Mujib's demand for greater autonomy.

পশ্চিম পাকিস্তানের শাসকরা অবশ্য মুজিবের বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবির সম্পূর্ণ বিরোধী ছিলেন।

(iii) On April 17, 1971, the first government of the People's Republic of Bangladesh was formed and Mujib was made the country's first President in his absence.

১৯৭১ সালের ১৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং মুজিবকে তার অনুপস্থিতিতে দেশের প্রথম রাষ্ট্রপতি করা হয়।

(iv) Soon after that Muktibahini was formed and it started strong resistance against the Pak Army.

এরপরই মুক্তিবাহিনী গঠিত হয় এবং তা পাকবাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ শুরু করে।

(v) After nine months of bloody war, Bangladesh became independent and Sheikh Mujib took the charge of reconstructing the war-torn country.

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় এবং শেখ মুজিব যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব নেন।

(vi) In the general election of Pakistan in 1970, Awami League won a massive majority under Mujib's leadership.

১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

(vii) His party swooped in all but two of East Pakistan's quota of seats in the National Assembly.

তার দল জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের কোটার দুটি আসন ছাড়া সবকটিতেই জয়লাভ করে।

(viii) In a historic speech at the Racecourse Ground in Dhaka on S March 7, 1971, Mujib called for the independence of Bangladesh.

১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে মুজিব বাংলাদেশের স্বাধীনতার আহ্বান জানান।

(ix) On the night of March 25, 1971, Pak Army launched Operation Searchlight and started large-scale genocide of the innocent Bangalees and arrested Sheikh Mujib.

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে এবং নিরপরাধ বাঙালিদের ওপর ব্যাপক গণহত্যা শুরু করে এবং শেখ মুজিবকে গ্রেপ্তার করে।

(x) The then-Pak President Yahya Khan delayed the Awami League from forming the Provincial government.

তৎকালীন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে প্রাদেশিক সরকার গঠনে বিলম্ব করেছিলেন।


Answer: vi + vii + x + viii + ii + i + ix + iii + iv + v.


Bangabandhu Sheikh Mujibur Rahman rearrange with Bangla meaning


অনুবাদ: ১৯৭০ সালে, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তার দল পূর্ব পাকিস্তান থেকে জাতীয় পরিষদের দুটি সংরক্ষিত আসন ছাড়া সবকটি আসনেই জয়লাভ করে। এরপর পাকিস্তানি রাজনীতিবিদ ইয়াহিয়া খান আওয়ামী লীগ প্রাদেশিক সরকার গঠনে বিলম্ব করেন।

১৯৭১ সালের ৭ মার্চ মুজিব ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। পশ্চিম পাকিস্তানি শাসকরা শেখ মুজিবের বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবির সম্পূর্ণ বিরোধী ছিলেন। ইয়াহিয়া খান সামরিক আইন জারি করেন, আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করেন এবং শেখ মুজিবকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা 'অপারেশন সার্চলাইট' শুরু করে এবং নিরপরাধ বাঙালিদের হত্যা করে এবং শেখ মুজিবকে গ্রেপ্তার করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং মুজিবকে তাঁর অনুপস্থিতিতে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর মুক্তিবাহিনী গঠন করে পাকবাহিনীকে প্রবলভাবে প্রতিহত করতে থাকে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় এবং শেখ মুজিব যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব নেন।


2. Rearrange the following sentences in the correct order.

(a) Sheikh Mujibur Rahman was born on 17 March 1920, in Tungipara, Gopalganj.

শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।

(b) Immediately after becoming the lifetime president of Bangladesh constitutionally, Bangabandhu Sheikh Mujibur Rahman, the founder of Bangladesh along with his family members except two daughters was killed on August 15, 1975.

সাংবিধানিকভাবে বাংলাদেশের আজীবন রাষ্ট্রপতি হওয়ার পরপরই, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুই কন্যা ছাড়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্যসহ হত্যা করা হয়।

(c) He was the third child among four daughters and two sons of his parents.

 পিতামাতার চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান।

(d) At the age of 27, he obtained a Bachelor of Arts degree from Islamia College.

২৭ বছর বয়সে তিনি ইসলামিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

(e) In 1938, at eighteen he got married.

১৯৩৮ সালে, আঠারো বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন।

(f) Sheikh Mujibur Rahman passed the Entrance Examination in 1942.

শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।

(g) On 26 March 1971, Bangabandhu was arrested and flown to Pakistan as a prisoner.

১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে বন্দী অবস্থায় পাকিস্তানে নিয়ে যাওয়া হয়।

(h) In 1969, the Central Students Action Council acclaimed Mujibur Rahman as Bangabandhu.

১৯৬৯ সালে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দেয়।

(i) He returned to Bangladesh and became the Prime Minister in 1972.

তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং 1972 সালে প্রধানমন্ত্রী হন।

(j) In absence of Bangabandhu, East Pakistan achieved her freedom and became Bangladesh.

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পূর্ব পাকিস্তান তার স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ হয়।


Answer-2: a + c + e + f + d + h + g + j + i + b.

Bangabandhu Sheikh Mujibur Rahman rearrange with Bangla meaning - 2


শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। পিতামাতার চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। ১৯৩৮ সালে, আঠারো বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন। শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ২৭ বছর বয়সে তিনি ইসলামিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দেয়। 

১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে বন্দী অবস্থায় পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পূর্ব পাকিস্তান তার স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ হয়। তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং 1972 সালে প্রধানমন্ত্রী হন। সাংবিধানিকভাবে বাংলাদেশের আজীবন রাষ্ট্রপতি হওয়ার পরপরই, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুই কন্যা ছাড়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্যসহ হত্যা করা হয়।

3. Rearrange the following sentences to make a coherent order.

(a) He enrolled at Islamia College, a well-respected college affiliated with the University of Calcutta.

(b) Mujib became politically active when he joined the All India Muslim Federation in 1940.

(c) Two years later he was admitted to class four at Madaripur Islamia High School.

(d) He returned to school after four years owing to the severity of the surgery and slow recovery.

(e) He joined the Bengal Muslim League in 1943.

(f) In 1929, Mujib entered class three at Gopalganj Public School.

(g) In 1946 he became the general secretary of the Islamia College Students’ Union.

(h) However Mujib was withdrawn from school in 1943 to undergo eye surgery.

(i) Bangabandhu Sheikh Mujibur Rahman was born in Tungipara, a village in Gopalganj District.

(j) He was the third child in a family of four daughters and two sons.


(ক) তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্বনামধন্য কলেজ ইসলামিয়া কলেজে ভর্তি হন।

(খ) ১৯৪০ সালে অল ইন্ডিয়া মুসলিম ফেডারেশনে যোগদানের পর মুজিব রাজনৈতিকভাবে সক্রিয় হন।

(গ) দুই বছর পর মাদারীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।

(ঘ) অস্ত্রোপচারের তীব্রতা এবং ধীর পুনরুদ্ধারের কারণে তিনি চার বছর পর স্কুলে ফিরে আসেন।

(ঙ) তিনি ১৯৪৩ সালে বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন।

(চ) ১৯২৯ সালে, মুজিব তৃতীয় শ্রেণিতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন।

(ছ) ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন।

(জ) কিন্তু ১৯৪৩ সালে চোখের অস্ত্রোপচারের জন্য মুজিবকে স্কুল থেকে প্রত্যাহার করা হয়।

(ঝ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

(ঞ) তিনি ছিলেন চার কন্যা এবং দুই পুত্রের পরিবারের তৃতীয় সন্তান।


Answer -3:  i + j + f + c + h + d + a + b + e + g.


Bangabandhu Sheikh Mujibur Rahman rearrange with Bangla meaning - 3


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন চার কন্যা এবং দুই পুত্রের পরিবারের তৃতীয় সন্তান। ১৯২৯ সালে, মুজিব তৃতীয় শ্রেণিতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। দুই বছর পর মাদারীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। কিন্তু ১৯৪৩ সালে চোখের অস্ত্রোপচারের জন্য মুজিবকে স্কুল থেকে প্রত্যাহার করা হয়। অস্ত্রোপচারের তীব্রতা এবং ধীর পুনরুদ্ধারের কারণে তিনি চার বছর পর স্কুলে ফিরে আসেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্বনামধন্য কলেজ ইসলামিয়া কলেজে ভর্তি হন। ১৯৪০ সালে অল ইন্ডিয়া মুসলিম ফেডারেশনে যোগদানের পর মুজিব রাজনৈতিকভাবে সক্রিয় হন। তিনি ১৯৪৩ সালে বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন। ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad