সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থসহ

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থসহ - Surah Fatihar with Bengali pronunciation and meaning

 

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

আল-ফাতিহার আক্ষরিক অর্থ হল খোলা কারণ এটি দিয়ে কুরআন শুরু হয়েছে। এটি কোরানের প্রথম অধ্যায় (সূরা) এবং এটির 'সর্বশ্রেষ্ঠ সূরা' হিসেবে বিবেচিত হয়। এটিকে কুরআনের বার্তার বিষয়বস্তুর একটি নির্দিষ্ট সারণী হিসাবে দেখা হয় কারণ কিছু ব্যাখ্যামূলক পণ্ডিত বলেছেন যে এই অধ্যায়টি সমগ্র কুরআনের সারাংশ। প্রতিটি একক (রাকাত) নামাযের শুরুতে এর সাতটি আয়াত নিয়মিত পাঠ করা হয় এবং তাই এর একটি নাম হল সাতটি বার বার করা আয়াত। এ ছাড়া দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বাতিল বলে গণ্য হয়। এর অন্যান্য নামও রয়েছে, যেমন, মাদার অফ বুকস, দ্য কিউর, দ্য কম্যান্ডেশন (হামদ) এবং অন্যান্য।

কুরআনুল কারিমের ১১৪টি সূরার মধ্যে প্রথম সূরাটি হলো সূরাতুল ফাতিহা। আর এ জন্য সূরা ফাতিহাকে ‘ফাতিহাতুল কুরআন’ বা কুরআনের শুরু বলে অভিহিত করা হয়।

এ সূরার আরেকটি নাম “আলহামদু শরীফ”। সূরায়ে ফাতেহার আরেকটি নাম হচ্ছে “উম্মুল কোরআন” বা কোরআনের জননী (মা)। পুরো কোরআন শরীফের সারবস্তু সূরায়ে ফাতিহায় নিহীত বা পুরো কোরআন শরীফ হলো সূরায়ে ফাতিহার ব্যাখ্যা। তাই এ সূরাকে কোরআনের মা বলা হয়েছে।  

এই সূরার অপর নাম 'সাবউমাছানি'। অন্য কথায়, এই সূরাটিতে সাতটি অনন্য আয়াত বা আয়াত রয়েছে । এটিকে মাছানি বলা হয় কারণ সূরাটি একবার মক্কায় এবং একবার মদিনায় অবতীর্ণ হয়েছিল। আরো নির্দিষ্ট করে বললে, এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে।

আল্লামা ইবনে জরীর (রাঃ) হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেন, হযরত রাসূলে কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ হচ্ছে, উম্মুল কোরান, ফাতিহাতুল কিতাব, সাবউমাছানি।  

এ সূরার আরেকটি নাম হচ্ছে “সূরায়ে কাঞ্জ” (ভান্ডার)। হযরত আলী (রাঃ) হতে ইসহাক ইবনে রাওয়াহা (রাঃ) বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, এ সূরাটি আরশের নিম্নস্থিত ভান্ডার থেকে অবতীর্ণ হয়েছে।

বাংলা উচ্চারণ ও অর্থ-

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
অনুবাদ : আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
অনুবাদ : আল্লাহ তা’আলারই যাবতীয় প্রশংসা  যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।
অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
অনুবাদ : আমাদের সরল পথে পরিচালিত করুন।
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad