যথাসময়ে বে-আইনী বাড়ি দখলের ব্যাপারটা সারাংশ

 যথাসময়ে বে-আইনী বাড়ি দখলের ব্যাপারটা তদারক করবার জন্যে পুলিশ আসে।

যথাসময়ে বে-আইনী বাড়ি দখলের ব্যাপারটা সারাংশ সারমর্ম বাংলা ২য় পত্র


যথাসময়ে বে-আইনী বাড়ি দখলের ব্যাপারটা তদারক করবার জন্যে পুলিশ আসে। সেটা স্বাভাবিক্ দেশময় একটা ঘোর পরিবর্তনের আলোড়ন বটে, কিন্তু কোথাও যে রীতিমতো মগের মুল্লুক পড়েছে তা নয়। পুলিশ দেখে তারা ভাবে, পলাতক গৃহকর্তা কি বাড়ি উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন করেছে? তবে সে কথা বিশ্বাস হয় না। দু-দিনের মধ্যে বাড়িটা খালি করে দিয়ে যে দেশ থেকে উধাও হয়ে গেছে বর্তমানে তার অন্যান্য গভীর সমস্যার কথা ভাববার আছে।


সারাংশ: মহৎ লোক একটি দেশের সবচেয়ে বড় সম্পদ । যারা মহৎ তারা নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন না। তারা নিজ স্বার্থকে তুচ্ছ করে দেশ ও জাতির বৃহৎ ভাবনায় সর্বদা ব্যাপৃত থাকেন এবং দেশকে শীর্ষে পৌছানোর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন ।


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad