নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান - লেনদেন সম্পর্কে ধারণা

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান - লেনদেন সম্পর্কে ধারণা 





লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য :

১. লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থায় (A=L+E) অবশ্যই পরিবর্তন আসবে

২. লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য

৩. পণ্য দ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে

৪. দ্বৈতসত্ত্বার অধিকারী হতে হবে (ডেবিট ও ক্রেডিট)


লেনদেন লিপিবদ্ধ করার ভিত্তি :

সাধারণত ২টি ভিত্তির উপরে লেনদেনকে লিপিবদ্ধ করা হয়-

১. বকেয়া ভিত্তি বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি

২. নগদান ভিত্তি


১. বকেয়া বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি : এ ভিত্তিতে যখন আয় অর্জিত বা সংঘটিত হয়, তখনই লেনদেনটিকে আয় বা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় (নগদ অর্থ প্রাপ্তি বা পরিশোধ না হলেও)।


আধুনিক হিসাববিজ্ঞান বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত


হিসাববিজ্ঞানের সর্বসাধারণ গৃহীত নীতিমালা (GAAP) অনুযায়ী বকেয়া ভিত্তিতে হিসাব-নিকাশ করা হয়


২. নগদান ভিত্তি : এ ভিত্তিতে শুধুমাত্র নগদ টাকার প্রাপ্তি ও প্রদানের ঘটনা ঘটলেই তা লিপিবদ্ধ করা হয়। এটি GAAP স্বীকৃত নয় ।


✍️লেনদেন নয় এমন কতগুলো ঘটনা লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে বিবেচনা করি---


1. ৮০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান।

2. জনাব মামুন কে মাসিক ১০০০০ টাকা বেতনে ম্যানেজার হিসাবে নিয়োগ।

3. ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি।

4. হাসেম ব্রাদার্স এর নিকট হতে প্রতি মাসে ৭০০০ টাকার পণ্য ক্রয়ের চুক্তি করা।

5. ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রধান ৮০০০টাকা।


6. ব্যাংক হতে ৬০০০০ টাকা ঋণ গ্রহণের আবেদন করা হল।

7. ম্যানেজার কে ব্যাংকে ২০০০০ জমা দিয়ে হিসাব খোলার নির্দেশ দেয়া হল।

8. একজন সুদক্ষ কর্মচারীর মৃত্যু হল,যার মাসিক বেতন ১০০০০ টাকা।

9. ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ১০০০০০ টাকা।

10. ৫০০০০ টাকার শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ।


11. ১০০০০টাকা ব্যয়ে নতুন ব্যবসায় শাখা খোলার সিদ্ধান্ত গ্রহণ।

12. মাসিক ১০০০ টাকায় একটি দোকান ভাড়া নেওয়া হল।

13. ব্যক্তিগত তহবিল থেকে বন্ধুর বিয়েতে উপহার প্রদান ১০০০০ টাকা।

14. দুর্ঘটনা জনিত কারণে একজন কর্মচারী ক্ষতিপূরণ দাবি ৪০০০০ টাকা।

15. একজন দেনদার মারা গেল যার কাছে পাওনা ছিল ৭০০০০ টাকা।

16. স্ত্রীর গহনা বিক্রয় ৪০০০০ টাকা।

17. ১০০০০০ টাকার দরপত্র জমা দান।

18.নিজস্ব তহবিল থেকে জীবন বিমা প্রিমিয়াম প্রদান ১০০০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad