Class 10 1st week Assignment Answer 2022 - Bangla and Math

Class 10 1st week Assignment Answer 2022 - Bangla and Math 

বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং ‌‌'সাহিত্যের রূপ ও রীতি' গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষন

শ্রেণি: ১০ম
সপ্তাহ: ১ম সপ্তাহ
বিষয়: বাংলা
শিরোনাম: বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং ‌‌'সাহিত্যের রূপ ও রীতি' গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা হয়তো জেনেছ যে তোমাদের 2022 সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সরকার কর্তৃক প্রকাশিত হয়েছে। আমরা ওই ধারাবাহিকতায় তোমাদের জন্য প্রথম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি এভাবে ধারাবাহিক ভাবে চলবে ইনশাআল্লাহ তোমরা তোমাদের প্রয়োজনীয় এসাইনমেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এসাইনমেন্টের উত্তর পেয়ে যাবে।

তাই দেরি না করে আমাদের ওয়েবসাইট কে তোমরা ফলো করে রাখ।



বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা


শব্দ গঠন : পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও কতগুলো সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নতুন নতুন শব্দ তৈরি হয়। শব্দ তৈরীর প্রক্রিয়া যথেষ্ট আলাদা বা বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় শব্দ তৈরি প্রক্রিয়া সমূহকে সাধারণভাবে শব্দ গঠন বলা যেতে পারে। নিচে শব্দ গঠনের উল্লেখযোগ্য কয়েকটি উপায় আলোচনা করা হলো :


১. সমাস এর সাহায্যে শব্দ গঠন

এই প্রক্রিয়ায় দুই বা ততোধিক পদে পদে পরিণত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন মহৎ যে জন= মহাজন, জায়া ও পতি= দম্পতি ইত্যাদি ।

২.উপসর্গ যোগে শব্দ গঠন

এই ক্ষেত্রে ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। 

যেমন প্র+হার : প্রহার, পরা+জয়- পরাজয় ইত্যাদি।

৩.প্রত্যয় যোগে শব্দ গঠন

ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করেও নতুন নতুন শব্দ গঠন করা যায় । যেমন

কৃৎ প্রত্যয় যোগে: পড়+আ -পড়া, পিঠ+অক- পাঠক ইত্যাদি।

তদ্ধিত প্রত্যয় যোগে : কলম+দানি- কলমদানি, নাম+তা- নামতা ইত্যাদি।


সাহিত্যের রূপ ও রীতি গল্প হতে সাধিত শব্দের বিশ্লেষণ।

ক) উপসর্গ সাধিত শব্দ

অসুবিধে= অ+সবিধে

অভিব্যক্তি= অভি+ব্যক্তি

অপ্রয়োজনীয়= অ+প্রয়োজনীয়

অতিপ্রাকৃত= অতি+প্রাকৃত

সুনির্দিষ্ট= সু+ নির্দিষ্ট

খ) প্রত্যয় সাধিত শব্দ

বৈষ্ণব= বিষ্ণু+ষ্ণ

সৌন্দর্য= সুন্দর+ষ্ণ

গ) সমাস সাধিত শব্দ

মহাকাব্য= মহা যে কাব্য

নীলদর্পন= নীল যে দর্পন

মহাকাশ= মহা যে আকাশ

মন্ত্রমুগ্ধ= মন্ত্র দ্বারা মুগ্ধ

ত্রুটি বিচ্যুতি= ত্রুটি ও বিচ্যুতি

শ্রেণি: ১০ম
সপ্তাহ: ১ম সপ্তাহ
বিষয়: গণিত
শিরোনাম: বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ ও প্রয়োগ।

১ম প্রশ্ন: প্রমান কর যে, O বৃত্তটির কেন্দ্র।























একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad