What is Assertive sentence - It's Classification

 Assertive sentence অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য।


যে বাক্য দ্বারা কোন কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয়, তাকেই assertive sentence বলে।

সাধারণত ব্যক্তি বা বস্তু সম্পর্কে যেকোনো বর্ণনা বা যে কোন কথাবার্তা বলা হয় তা assertive sentence এর অন্তর্গত।



What is Assertive sentence - It's Classification 

যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাই Assertive sentence .

An assertive sentence is a statement or description about a person or thing.

Sentence Pattern- 

subject + verb + object/complement/adverb

Example - 


I eat rice.
উপরের বাক্যটি একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং এটি Affirmative Sentence or হ্যাঁ সূচক বাক্য।

এইখানে, I হচ্ছে Subject , eat হল Verb এবং rice হচ্ছে Object. এখন তুমি উপরের দেওয়া Pattern অনুযায়ী মিলিয়ে দেখো আশা করি তোমার অনেক সহজ লাগবে।
আরো উদাহরণ নিচে দেয়া হলো...

I bought my book with me.
She can sing well.
She knows how to dance.
He goes to school.
He is reading a book.


একইভাবে এটাকে যদি আমরা Negative Sentence করি বা না বোধক বাক্য পরিণত করি তাহলে হবে।
I don't eat rice.
I don't read a book.
He doesn't read a book.
He doesn't go to school.
I don't do it.


So that's called Assertive Sentence. So you learn from this lesson, there are two types of assertive sentences, one is Affirmative sentence and the other is Negative sentence. You can try yourself from the above example.


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা জানবো subject এর ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

তো চলো শুরু করা যাক। Active Voice এর ক্ষেত্রে সাবজেক্ট বাক্যের প্রতিনিধি হিসেবে কাজ করে।

Subject ব্যক্তি বা বস্তু উভয়ই হতে পারে। এটি সাধারণত verb-এর পূর্বেই বসে। ইংরেজিতে প্রতিটা Sentence এর একটা Subject রয়েছে। একটি Subject হতে পারে একটা Noun অথবা Noun phrase.

Example-

Coffee is delicious.
Milk contains calcium.
এখানে coffee ও Milk হল নাম বা noun.

উপরে আমরা বলেছিলাম সাবজেক্ট noun phrase হতে পারে । এখন আসুন আমরা জেনে নি noun phrase কাকে বলে?
Noun phrase  হল কতগুলো শব্দ যা Noun দ্বারা শেষ হয়। এটা কখনো Preposition দিয়ে শুরু হয় না।

Example- 

The book is on the table.
That new red car is Simon's.

আশা করছি তোমরা noun phrase চিনতে পেরেছ।
The book , এখানে Noun Phrase. কারণ দুটি শব্দ যা শেষ হয়েছে নাম (Book) দিয়ে.

একইভাবে that new red car এটাও Noun Phrase কারন এটাও শেষ হয়েছে নাম দিয়ে।

নিচের উদাহরণগুলো থেকে চেষ্টা করো , সাবজেক্ট খুঁজে বের করো।

We girls are not going to that movie.
John likes boats.
Rick, Abdul, Simon, and I went to a restaurant last night.
The chemistry professor cancelled class today.
The bank closed at two o'clock.

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad